ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্যে মার্কিন সাহায্য কোন চ্যারিটি নয় বরং এটি নিরাপত্তা খাতে বিনিয়োগ।
বুধবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রায় এক ঘণ্টার এক ভাষণে এ কথা বলেন তিনি।
জেলেনস্কি আরও বলেন, আপনাদের এ অর্থ কোন দান নয়, এটি বিশ্ব নিরাপত্তা ও গণতন্ত্রের জন্যে বিনিয়োগ যা আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করি।
রশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালানোর পর এ প্রথম জেলেনস্কি নিজ দেশের বাইরে এলেন। -বাসস
সূত্র : এনডিটিভি ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বিডি-প্রতিদিন/শফিক