ফিলিপাইনে বন্যার কারণে ৪৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।
এ পর্যন্ত বন্যায় দেশটিতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন। মিন্দানাও এলাকায় মৌসুমি বৃষ্টির কারণে এই বন্যা দেখা দিয়েছে।
জন-প্রতিরক্ষা কর্মী রবিসন লাক্রে জানিয়েছেন, কোথাও কোথাও বন্যার পানি বুক ছোঁয়া পর্যায়ে পৌঁছেছে।
ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, তারাও বিভিন্ন জায়গা থেকে বন্যা কবলিত মানুষদের উদ্ধারে কাজ করছে।
এছাড়াও বাতাস ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এই ঘটনায় দুই জন মারা গেছে এবং ছয় জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল