হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইয়েমেনের আকাশসীমায় আরেকটি উন্নত আমেরিকান এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
হুথির ইউএভি বাহিনী রবিবার এক বিবৃতিতে ড্রোনটি ভূপাতিত করার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে তাদের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে।
একটি এমকিউ-৯ এর গড় ইউনিট খরচ আনুমানিক ৩৩ মিলিয়ন ডলার। যার অর্থ ইয়েমেনে ড্রোন ভূপাতিত করার ফলে আমেরিকানদের ক্ষতি ইতিমধ্যেই ৬৬০ মিলিয়ন ডলারেরও বেশি।
এর আগে, ইয়েমেনি বাহিনী অধিকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। এই অভিযানের সময় হুথি একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বেন গুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল