ভারতের গুজরাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। একটি দ্রুতগতির বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন ও পথচারীর ওপর উঠে যায়। নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রাজকোটের ইন্দিরা সার্কেলে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, বাসটি সিগনালে না থেমে সোজা গিয়ে প্রথমে কয়েকটি মোটরসাইকেল এবং পথচারীদের ধাক্কা দেয়। এরপর সেটি থেমে যায়। চালক শিষুপালসিংহ রানা নিজেও আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে বেপরোয়া চালনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রাজকোট পুলিশের ডেপুটি কমিশনার জগদীশ বঙ্গারওয়া বলেন, এই ঘটনায় আমরা গন্ধিগ্রাম থানায় মামলা রুজু করেছি। বাসটিকে জব্দ করা হয়েছে এবং এর যান্ত্রিক অবস্থা খতিয়ে দেখার জন্য আরটিও-কে অনুরোধ জানানো হয়েছে। মাদক বা অ্যালকোহলের প্রভাব জানতে চালকের রক্তের নমুনাও নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাস চালককে মারধর করে এবং বাসটিও ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজকোট রাজপথ লিমিটেডের জেনারেল ম্যানেজার পারেশ আধিয়া জানান, বাসের কন্ডাক্টর জানিয়েছেন, ব্রেক ফেল করায় চালক বাস থামাতে পারেননি। পুলিশ বাসটি জব্দ করেছে। আমরা আরটিও-র রিপোর্টের অপেক্ষায় রয়েছি।
নিহতরা হলো—রাজু গিদা, সঙ্গীতা নেপালি, কিরণ কাক্কড় ও চিন্ময় ভট্ট। আহতদের মধ্যে রয়েছেন সুরজ রাওয়াল, বিশাল মাকওয়ানা এবং বিরাজবা খাচার। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ, আরটিও এবং ফরেনসিক টিম একসঙ্গে তদন্ত চালাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল