রাশিয়ার সাম্প্রতিক ধারাবাহিক হামলায় ইউক্রেনের একাধিক শহর কেঁপে উঠেছে। দিনিপ্রো শহরে ড্রোন হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে ৩৫ জনের, আহত হয়েছে শতাধিক। এসব হামলার চাপে প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে ১০টি প্যাট্রিয়ট সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছেন।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেন তথাকথিত যুদ্ধবিরতির চুক্তি মানছে না। যদিও ইউক্রেন বলছে, তারা এমন কোনো চুক্তিতেই সম্মত হয়নি। রুশ বাহিনী গত এক মাসে ইউক্রেনের ওপর ৫ হাজারের বেশি স্থল হামলা চালিয়েছে। শুধু এপ্রিল মাসেই প্রায় ২৮০০টি বোমা নিক্ষেপ করা হয়েছে।
প্যারিসে চলমান উচ্চপর্যায়ের এক বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত থাকলেও যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুতিনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে, যুক্তরাষ্ট্রে রুশ কূটনীতিকদের চলাচল ও ব্যয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মস্কো কূটনৈতিক আলোচনায় চাপ দিচ্ছে। রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ইস্তাম্বুলে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। জার্মানি, ডেনমার্ক, যুক্তরাজ্য ও নরওয়ে আগামী কয়েক বছরে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল