ইতালিতে একটি ক্যাবল কার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জন।
দক্ষিণ ইতালির ক্যাম্পানিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ভিনসেঞ্জো ডি লুকা জানিয়েছেন, তীব্র আবহাওয়ার কারণে সোরেন্টোর কাছে মন্তে ফাইতো ক্যাবলওয়েতে একটি ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাবল কারটি নীচের উপত্যকায় পড়ে যাওয়ার সময় একটি পাইলনে ধাক্কা খায়। এটি একটি নির্মাণস্থলের ক্রেনেও আঘাত হানে বলে জানা গেছে।
ডি লুকা বলেন, যে গাড়িটি পড়েছিল তাতে কেবলওয়ের দুই দম্পতি এবং একজন কর্মী ছিলেন।
ইতালির দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, পড়ার পর একজন বেঁচে যান। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে বিমানে করে নেপলসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংস্কারের পর ১০ এপ্রিল পুনরায় খোলা এই কেবলওয়ে নেপলস এবং সোরেন্টোর মধ্যবর্তী ক্যাসেল্লামারে ডি স্ট্যাবিয়া থেকে প্রায় ১ হাজার ৯২ মিটার দূরে মন্তে ফাইতো পর্যন্ত বিস্তৃত। যা নেপলস উপসাগর এবং মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি মুখী।
ইতালির ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, উদ্ধারকারীরা কেবল ছিঁড়ে যাওয়ার নীচের কেবল কার থেকে ১৬ জনকে উদ্ধার করেছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল