তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের আলোচনা শনিবার রোমে শেষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই আলোচনা থেকে কূটনৈতিক অগ্রগতির কিছুটা আশার ইঙ্গিত মিলেছে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এই আলোচনার প্রথম দফা এক সপ্তাহ আগে ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হয়েছিল। যদিও এবারের বৈঠক ইতালির রোমে হয়েছে, তবুও ওমান আগের মতোই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি।
আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, “আলোচনা প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়েছে এবং আমি বলতে পারি যে আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। এই রোম বৈঠকে আমরা কিছু মৌলিক নীতি ও লক্ষ্য সম্পর্কে ভালো বোঝাপড়ায় পৌঁছেছি।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার তৃতীয় দফা আগামী শনিবার মাসকাটে অনুষ্ঠিত হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে।
আরাকচি আরও জানান, ওমানে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলাদা আলোচনা আগামী বুধবার শুরু হবে।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের শত্রুতা রয়েছে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে।
ওয়াশিংটনের দাবি, ইরান যেন উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, কারণ তারা আশঙ্কা করছে এটি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে করা হচ্ছে। যদিও ইরান এই সপ্তাহে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার পুনর্ব্যক্ত করেছে, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু বিষয়ে আপস করতে পারে, যাতে তাদের বিপর্যস্ত অর্থনীতির উপর চাপ কমানো যায়।
ইরানের মুখপাত্র জানান, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি হননি। তারা আলাদা কক্ষে অবস্থান করছিলেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি মধ্যস্থতার দায়িত্বে ছিলেন।
প্রথম দফার আলোচনায় উইটকফ এবং আরাকচির মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হলেও, ওবামা প্রশাসনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ আলোচনা আর হয়নি। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজিম