পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছু দিন বইতে হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, পেঁয়াজের বাজার শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে লেদারটেক বাংলাদেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের বেশি দাম নিচ্ছেন। তবে সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমদানি নির্ভর না থেকে আত্মনির্ভরশীল হতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক