আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের দল বলেই আজ মুখ থুবড়ে পড়েছে। যারা দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা বেমানান। তারা যখন দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে। আর বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন কারাভোগ করে। আর তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক।
শুক্রবার সকালে শরীয়তপুরের সখিপুরের ডিএম খালী ইউনিয়নে ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশে আজ শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, মেধা, যোগ্যতা সব দিক দিয়ে সেরা।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহরাব আলী বিশ্বাস।
বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক আতিকুর মানিক সরকার, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন মাদবর, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফিরুজ খান, ডিজিএম দেলোয়ার হোসেন খান, নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম মালত প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল