বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিপিসি)’র সক্ষমতা বাড়াতে জাহাজের বহরে যুক্ত করা হচ্ছে আরও ১০টি জাহাজ। একই সাথে জ্বালানি তেল, কয়লার পাশাপাশি এলএনজি পরিবহনের পরিকল্পনা করছে বিপিসি। রবিবার পতেঙ্গাস্থ চট্টগ্রাম বোট ক্লাবে বিপিসির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, বিপিসির সক্ষমতা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে চীন থেকে ৬টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরো ১০টি নতুন জাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। যাতে করে বিএসসি দেশের গন্ডি পেরিয়ে মেরিটাইম বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।
খালিদ মাহমুদ বলেন, বিপিসি ২০১৮-১৯ অর্থবছরে ২৩০ কোটি ৭ লাখ টাকা আয় করেছে। যার মধ্যে নীট লাভ হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার