বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘চট্টগ্রাম আন্তর্জাতিক গেটওয়ে। অর্থনীতির লাইফও লাইন চট্টগ্রাম। উত্তর-পূর্ব ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। নেপাল, ভুটানও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। তাই চট্টগ্রামকে বিশ্বমানের শহর হিসবে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম বিশ্বমানের শহর হওয়া মানে পুরো দেশের জন্য গর্বের।’
বৃহস্পতিবার বিকালে নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এমএ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ। উদ্বোধন শেষে অতিথিরা সিআইটিএফের বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এবারের মেলার প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে বাঙালিরা দেখার মতো ব্যবসার ধারে কাছেই ছিলো না। বাংলাদেশ হয়েছে বলে আমরা ব্যবসায়ী হয়েছি। বিন্দু থেকে বাংলাদেশ নামের বৃত্ত সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু।’
তিনি বলেন, ‘সোনার বাংলাদেশ করতে দেবে না বলেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জয় বাংলা কিভাবে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেলো, বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়ে গেলো। এসব ইতিহাস এখন সবার জানা।’
টিপু মুনশি বলেন, ‘আজকের বিজনেস পলিটিক্স হচ্ছে গেøাবাল পলিটিক্স। সারা পৃথিবীতে তৈরি পোশাক খাতের ১০টি গ্রিন কারখানার মধ্যে ৭টি বাংলাদেশে। পৃথিবীর ১ নম্বর সোয়েটার ফ্যাক্টরি বাংলাদেশে। এটি আমাদের জন্য গর্বের। এভাবে আরো সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। কারণ দেশটা আমাদেরই। আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই এগিয়ে নিতে হবে দেশকে। এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই শুরু হয়েছে। আমরা বিজয়ী হবই।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল