স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার।’
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুবিন খান। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কোভিড ১৯ এর নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়।
সভায় মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও মৃত্যুঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’
সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে ৩১ লাখ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ হাজার কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬ লাখ ৮২ হাজার কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বেসরকারি ১৬টি ডেডিকেটেড কোভিড হাসপাতালে করোনা রোগী চিকিৎসার জন্য ৩০০ আইসিইউ ও ২৫০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ