অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পেছনে অন্যকোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কোনো কালবিলম্ব না করে সময়মতো, যৌক্তিক টাইমে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে।
তিনি বলেন, দেশের জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে। একজন ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা আগামী দিনে কাপড় পরেও পালানোর পথ পাবেন না।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা পালাতে পারবে কিনা এমন আশঙ্কা আছে। জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলবো- দেরি না করে সময় মতো নির্বাচন আয়োজন করুন।
তিনি বলেন, ‘কথা হচ্ছে- হাসিনা রাজ্য হারায়ে পাগল হয়ে গেছে। তার মস্তিষ্ক বিকৃত, সে যা খুশি করতেই পারে, আমি তার কথায় কান দিব কেন আর সেই ফাঁদে পা দিব কেন। তিনি যদি সাহসী হতেন বাংলাদেশের থেকে ফেস করতেন। বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করলো।’
বিডি-প্রতিদিন/শআ