জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার রাজধানীর সংসদ ভবনের কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে পৃথকভাবে দল দুটির প্রতিনিধিরা তাদের লিখিত মতামত পেশ করেন।
এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গণফোরামের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিদল মতামত জমা দেয়। এ সময় তারা সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, এ নিয়ে মোট ৩৪টি দল তাদের মতামত দিল। লিখিত মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপ হবে।
বিডি প্রতিদিন/হিমেল