চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৬ শতাংশের প্রবৃদ্ধি অর্জন হবে বলে আশা করছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এ মুহূর্তে ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তবে ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ অর্জনের পরিকল্পনা করছি। উচ্চ প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ প্রয়োজন, এটি ঠিক।
তিনি বলেন, দেশী-বিদেশী বিনিয়োগের অবস্থা রাতারাতি পরিবর্তনও সম্ভব নয়। বিনিয়োগকারীরা অনেক চিন্তাভাবনা করেন। সরকার আস্থা অর্জন করতে পারলে বিনিয়োগ আসবে। এটি ঠিক, বিদেশ থেকেও বিনিয়োগ আসা প্রয়োজন। সে লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বড় বিনিয়োগকারীরা বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
মুস্তফা কামাল বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজন জ্বালানি। শিল্প-কারখানা করতে গেলে বিদ্যুত্ ও জ্বালানি নিশ্চয়তা দিতে হবে। আমরা আগামী দুই বছর পর্যন্ত ভালো অবস্থানে থাকব। আরো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে চাহিদা বাড়ার কারণে আবার লোডশেডিং হবে। আমাদের কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করতেই হবে। দেশের কয়লা উত্তোলনের প্রয়োজন নেই। প্রকল্প বাস্তবায়নে বিদেশ থেকে কয়লা আমদানি করব।
তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের লক্ষ নিয়ে এগোতে হবে আমাদের। গ্যাসের বিষয়ে কোনো কিছু বলব না। দেশের কয়লা উত্তোলনে নীতিমালা দরকার। সেখানে দেরি হতে পারে, বিষয়টি সংশ্লিষ্টরাই দেখবেন। আমরা এ মুহূর্তে আমদানির বিষয়টিতে বিশেষভাবে নজর রাখছি।