বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরণের প্রথম জানাজা বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে তার মৃতদেহ বরিশালে নেওয়া হবে। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হিরণের মরদেহ শুক্রবার সকাল ১০টায় বরিশাল আওয়ামী লীগের কার্যালয়ে রাখা।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও জানান, শুক্রবার দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দ্বিতীয় জানাজা শেষে আলেকান্দায় পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
হিরণের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সাতদিন দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ ও মহানগরীর ৩০ ওয়ার্ডের মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা।
প্রসঙ্গত, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে হিরণের মৃত্যু হয়।