জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, জাতি এখন বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে। সার্বক্ষণিক একটি আতঙ্ক কাজ করছে আমাদের ভেতরে। পরস্পরকে দোষারোপ করে নয়, যার যার দায় থেকে সকলকেই এ সঙ্কট উত্তরণে ভূমিকা রাখতে হবে। আজ শুক্রবার কুয়াকাটার হোটেল কুয়াকাটা ইন মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান বলেন, মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা দেখছি, রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ। তিনি বলেন, কাউকে দোষারোপ না করে যার যার অবস্থান থেকে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশন ও ফারিয়ালারা ফাউন্ডেশন আয়োজিত বরগুনা ও পটুয়াখালীর মানবাধিকারকর্মীদের নিয়ে এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন: মানবাধিকার কমিশনের সদস্য ও ফারিয়ালারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক (অধিকার) বনশ্রী মিত্র, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এম এ সালাম, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, টিআইবি বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান, বরগুনার পিপি অ্যাডভোটেক ভূবন চন্দ্র হাওলাদার প্রমুখ।