দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, 'গত ৪২ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের উত্থান-পতন হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, ২০০৮ সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা নুতন দিগন্তের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে হাসিনা ভারত সফর করে যে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন তা অভূতপূর্ব। বাংলাদেশ এটা আন্তরিকভাবে করেছিলো। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের কতগুলো সূচকে বেশি উন্নতি হয়েছে।'
আজ শনিবার গুলশানের হোটেল লেকশোর হোটেলে ভারত নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'কিন্তু ভারত কী করছে? ঠিক তার বিপরীত আচরণ করেছে। তিস্তার পানি চুক্তি না হওয়া তার একটা চরম খারাপ নজির। এটা মনে রাখা দরকার, বাংলাদেশ সরকার এ চুক্তির জন্য ভারতের কোনো প্রদেশের নেতার সঙ্গে আলোচনা করেনি, বাংলাদেশের সরকার আলোচনা করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। বাংলাদেশ বা হাসিনা সরকার যেটা খুবই সফলতার সঙ্গে করেছে, ভারত সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছেন।'