বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)- এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী ২০১৪-'১৫ অর্থবছরের বাজেট হতে হবে বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য।
তিনি বলেন, অনেকে মনে করেছিলেন রাজনৈতিক অস্থিরতা কমলে বিনিয়োগ চাঙ্গা হবে। কিন্তু তা হয়নি। তার মানে এই নয় যে, অর্থনীতি সচল হয়নি। তবে বড় বিনিয়োগে অস্বস্তি এখনো কাটেনি। এ কারণে অর্থপাচার বাড়ছে। রাজনৈতিক অস্তিরতা সৃষ্ট অনিশ্চয়তা অব্যাহত থাকলে অর্থপাচার আরও বাড়বে বলেও মন্তব্য করেন এ অর্থনীতিবিদ।
ড. দেবপ্রিয় বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিস্থিতিতে না ফিরছি ততক্ষণ এ অনিশ্চয়তা থাকবে।
আজ রবিবার রাজধানীর ব্রাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন প্রমূখ।