নৌ-পুলিশ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭৩০ জন নৌ-পুলিশকে নিয়ে শুরু হচ্ছে এই পুলিশ বাহিনীর কার্যক্রম।
আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি আরও জানান, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে নৌ-পথে যাত্রী ও নৌ-যান চলাচল নিশ্চিত করতে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ঊর্ধ্বতন কর্কমর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।