বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'ছাত্রলীগ, যুবলীগ অবৈধ কাজ করছে, গুম-খুন করছে। তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা আওয়ামী লীগের নেই। কারণ অবৈধ সরকার অবৈধ কাজ করতে করতে বেসামাল হয়ে গেছে।'
আজ রবিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, 'গুম-খুন-অপহরণে সারাদেশের মানুষের চোখে কান্না, চোখে জল, আর এই আওয়ামী লীগের অবৈধ সরকারের হাত রক্তাক্ত, তাদের হাতে খুন। আওয়ামী লীগ এখন যা শুরু করেছে তা একাত্তর সালের পরে ক্ষমতায় এসেও একই কাজ শুরু করেছিল।'
খালেদা জিয়া বলেন, 'র্যাবের কাজ বাড়িতে বাড়িতে হানা দেওয়া ছিল না, র্যাব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছিল, র্যাব ক্রিমিনালদের ধরার জন্য গঠন করা হয়েছিল। কিন্তু বিশেষ এলাকার লোকজন দিয়ে সেই র্যাবকেও বিতর্কিত করা হচ্ছে। তারা বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে।
তিনি বলেন, 'দেশের একটি বিশেষ এলাকার লোকজন পুলিশ বাহিনীতে ঢুকে গুম-খুন-অপহরণ করছে। তারা পুলিশ বাহিনীকে বিতর্কিত করছে। র্যাবের পদে এসে র্যাবের কর্মকান্ডকে বিতর্কিত করছে।'
বিএনপির চেয়ারপারসন বলেন, 'আমাদের কর্মসূচি মানুষকে বাঁচানো, মানুষের অমঙ্গল নয়। যদি গুম-খুন-বন্ধ না করা হয় তাহলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।'
তিনি বলেন, 'আজ সারাদেশে হাহাকার, নারায়ণগঞ্জ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, শুধু নারায়ণগঞ্জ কেন, সারাদেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আজ সারাদেশে বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জে চলছে হরতাল। সেখানকার আইনজীবীরা হরতাল ডেকেছে। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সেখানকার মানুষেরা এই গুন-খুনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা এই গুম-খুন অপহরণ থেকে পরিত্রাণ চায়।' তিনি দ্রুত পলাতক নুর ইসলামকে গ্রেফতারের দাবি জানান।
খালেদা জিয়া বলেন, 'আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য কাজ করতে চাই। দেশের এই দুঃসময়ে আমরা কর্মসূচি দিয়েছি। এর মধ্যেও অবৈধ সরকার গুম, খুন-অপহরণ বন্ধ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।'
পরিবেশ আইনজীবী রিজওয়ানার আবু বকর অপহরণ বিষয়ে খালেদা জিয়া বলেন, 'আবু বকরকে বাধ্য হয়ে সরকার ছেড়ে দিয়েছে কারণ সরকার বুঝে ফেলেছিল আবু বকরকে গুম করে হজম করা যাবে না।'
বিগত নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, 'গত ৫ জানুয়ারি জনগণ ভোট দিতে যায় নি। ৫ ভাগ ভোট যেখানে পড়েনি, এই অবৈধ সরকার সেটাকে ৪০ ভাগ দেখিয়েছে। দেশের মানুষ জানে তারা ভোট দিয়েছিল কি না। ভোট সেন্টার ফাঁকা পড়ে ছিল। সেখানে কুকুর বসেছিল, সাধারণ মানুষ ভোট দিতে যায় নি।'