পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত ভুটানের ১১তম রাষ্ট্রদূত আউম পেমা চডেন। আজ রবিবার বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত পেমা দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে কাজ করে যাবেন বলে পররাষ্ট্র সচিবকে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত ভুটানের রাজা জিগমে কেশর ওয়াংচুকের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভ কামনা জানান।
নতুন এই রাষ্ট্রদূত চলতি বছরের ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।