ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ করোনি খানের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা।
শুনানির সময় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সস্পূর্ণ নির্দোষ ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলটি করা হয়েছে বলে দাবি করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর কুতুবখালিস্থ দারুল আহসান ইউনিভার্সিটির সামনে উস্কানিমূলক বক্তব্য, গাড়ি পোড়ানো ও অগ্নি সংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওইদিন এ মামলাটি দায়ের করেন।