নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমানউল্লাহ নামে এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। চাঞ্চল্যকর অপহরণের পর ৭ খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও অপহরণের ঘটনা ঘটলো।
গতকাল সোমবার সকালে ব্যবসায়িক কাজে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছে তার পরিবার।
আমানউল্লাহর বাড়ি বন্দর থানার দক্ষিণ মুসাপুর গ্রামের মিনার বাড়ি এলাকায়। তিনি মৃত মিছির আলীর ছেলে।
আমানউল্লাহর বড় ভাই মোক্তার হোসেন জানান, 'আমাউল্লাহ নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় গেঞ্জির কাপড়ের ব্যবসা করেন। তিনি গাজীপুর থেকে ব্যবসার মালামাল কিনে থাকেন। সোমবার সকাল ৬টার দিকে মাল কেনার জন্য ৪ লাখ টাকা নিয়ে বন্দর থেকে গাজীপুরে রওনা হন। এরপর সকাল ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।'
মোক্তার হোসেন আরো বলেন, 'গাজীপুরের যে ব্যবসায়ীর কাছ থেকে আমানউল্লাহ মালামাল কেনেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাবে তারা জানিয়েছেন আমানউল্লাহ গাজীপুরে যায়নি।'
এদিকে বেলা ২টার দিকে আমানউল্লাহর বড় ভাই আমির হোসেনের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনে অপরিচিত এক ব্যক্তি আমানউল্লাহকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেন। এরপর টঙ্গী, গাজীপুর এবং এর আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি।
তার পরিবারের দাবি, আমানউল্লাহকে অপহরণ করা হয়েছে।