বাংলাদেশে দুই দিনের সফরে আজ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী সচিব ফাতেমা সুমার ঢাকা আসছেন। সফরকালে তিনি বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সরকারি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফাতেমা সুমার ২০১৩ সালের আগস্টে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগ দেন। এর আগে তিনি আমেরিকার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটিতে কাজ করেছেন।