ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার ঝিনাইদহ জেলাব্যাপী সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘট চলছে।
ভোর থেকে ঝিনাইদহের বিভিন্ন রুটে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে কোনো পরিবহন এমনকি ইজি বাইকও চলাচল করছে না।
ঝিনাইদহ শহরের আরাপপুর, হামদহ, টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন সড়কে শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। বিভিন্ন সড়কে শ্রমিকদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও ৠাব মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার ঝিনাইদহের ২৭টি বেসিক শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় হরতাল কর্মসূচির ঘোষণা করা হলেও সোমবার মধ্যরাতে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।