বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার ২৪টি সীমান্ত পয়েন্টে সতর্কতা জারি করেছে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যাকাণ্ডের আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে এ সতকর্তা জারি করা হয়। ১০ আসামির ছবি চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টসহ জেলার ২৪টি সীমান্ত পয়েন্টে টাঙিয়ে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, 'আলোচিত এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নুর হোসেনসহ ১০ আসামি যাতে কোনো ভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।'