সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্রখালীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে মাওলানা আশরাফুল ইসলাম নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রামদাসহ ২টি তাজা বোমা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশের গুলিতে নিহত মাওলানা আশরাফুল ইসলাম উপজেলার ঠেকরা গ্রামের আদম আলীর ছেলে এবং কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমান জানান, উপজেলার ভদ্রখালী হাই স্কুলের পশ্চিম পাশ্বেও একটি মাঠের মধ্যে বসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সহিংসতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর পরপর ১৯ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় জামায়াত-শিবিরের হামলায় আহত হন পুলিশের এস আই মহসিন, কনস্টেবল শরিফুল, জব্বার, কামাল, আহাদ। পরে পুলিশ গুলিবিদ্ধ আশরাফুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ওই জামায়াত নেতা ২টি সহিংসতার মামলাসহ একাধিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
তবে এ ব্যাপারে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল আজিজ জানিয়েছেন, পুলিশ আশরাফুল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের কোনও ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।