বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা সভাপতি দেবাশীষ বিশ্বাসের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির এ মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।
ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস গত বছরের ৭ মে মামলাটি করেছিলেন। আগামী ২৭ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।