টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ১৬০ একর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কেও জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। জুমার নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।
জুমার নামাজে বিশ্বের ৫০টি দেশ থেকে আগত প্রায় ৫ হাজার মুসল্লিও অংশ নেন।
নামাজের পর শুরু হয় আমবয়ান। বয়ান করছেন মাওলানা শওকত হোসাইন। তিনি আছরের নামাজ পর্যন্ত বয়ান করবেন। এরপর মাগরিব নামাজ পর্যন্ত বয়ান করবেন মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। মাগরিব নামাজের পর থেকে বয়ান করবেন মাওলানা মোহাম্মদ সা’দ। এশার নামাজ আদায় শেষে নিদ্রাযাপন করবেন মুসল্লিরা।শনিবার ফজর নামাজ শেষে আবারও শুরু হবে বয়ান।
এর আগে শুক্রবার ফজর নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে তবলীগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। পাকিস্তানের মাওলানা মো. এহসান আম বয়ান ও বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন বাংলায় তরজমা করেন।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্ব আগামী রবিবার দুপুরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আগামী ১৬-১৮ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ