নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বনানী ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব