বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বুলারধারী গ্রামের মো. মকবুল হোসেন (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত রাত সোয়া ১১ টার দিকে মারা যান। একই রোগে আক্রান্ত হয়ে রাত ১ টার দিকে মারা যান চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সুবলপুর গ্রামের তোয়াজ্জেল (৫০)। রাত ১২টা ২০ মিনিটের দিকে মারা যান সিলেটের জকিগঞ্জ থানার কাদিরগঞ্জ গ্রামের সামসুদ্দিনের ছেলে সাদেকুর রহমান (২০)। এছাড়া রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হরিচাঁদপুর গ্রামের সাহেব আলীর ছেলে সোবহান (৭০) মারা যান।
এর আগে ইজতেমার গত দুই দিনে আরো পাঁচ মুসল্লির মৃত্যু হয়।
এ দিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন রবিবার বাদ ফজর থেকে বয়ান শুরু করেন তাবলিগ জামাতের শীর্ষ বিশিষ্ট মুরুব্বী ভারতের দিল্লীর হযরত মাওলানা মুহাম্মদ সা’দ। বয়ানের বাংলা অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম। রবিবার সাড়ে ১০টা ধেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৫/আহমেদ