বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে না গেলেও গুলশানে নিজের কার্যালয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন খালেদা জিয়া। টেলিভিশনের সামনে বসে সরাসরি সম্প্রচার দেখে বিএনপি চেয়ারপারসন মোনাজাতে অংশ নেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
এ সময়ে তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা নেত্রী ছিলেন।
গত বছর টঙ্গীতে বাটা কারখানার কাছে একটি ভবনের ছাদে বসে আখেরি মোনাজাত অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।