বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) নামে ২৫ দলীয় নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিলেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার হুদা বলেন, দেশের জনগণ একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিরাজমান পরিস্থিতির অবসান চায়। এভাবে আর চলতে পারে না। বর্তমান সঙ্কট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, 'আমরা বজ্রকণ্ঠে বলতে চাই- আলোচনা ছাড়া দুই নেত্রীর রেহাই নেই। অবিলম্বে আলোচলায় বসুন, অন্যথায় আপনাদের একগুঁয়েমির কারণে জনগণের জানমালের ক্ষতি হলে সেই ক্ষতির দায় আপনাদের নিতে হবে। আপনাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।'
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৫/আহমেদ