বিজিবি প্রধানের অস্ত্র ব্যবহারের ঘোষণার মাত্র এক দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা মতিউরের হত্যার ঘটনা দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ছাত্রদল। আজ শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন।
সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক অবদুস সাত্তার পাটোয়ারী প্রেরিত বিবৃতিতে বলা হয়, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ছাত্রদল রাজপথে সংগ্রাম করে যাচ্ছে। এই আন্দোলনকে স্মিমিত করার জন্য ছাত্রদল নেতাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করানো হচ্ছে, যা আমাদেরকে একাত্তরের ঘটনাই স্মরণ করিয়ে দেয়।
বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ ও র্যাব এখন আওয়ামী লীগের আজ্ঞাবহ পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। এর আগে তারা আওয়ামী লীগের ইন্ধনে ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীকে গুম-খুন করেছে। কিন্তু এখন তারা প্রকাশ্যে ছাত্রদল নেতাদের হত্যার মিশনে নেমেছে।
আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তারা বলেন, আমরা পুলিশ-র্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খলনায়কের ভূমিকায় অবতীর্ন না হওয়ার আহবান জানাই।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা টানা অবরোধের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। শুক্রবার দুপুরে চাঁনখার পুল এলাকায় এ মিছিল করা হয়। এতে ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন সোহানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি ঢাবির একুশে হলের সামনে থেকে শুরু হয়ে চাঁনখার পুলে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৫/আহমেদ