আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র প্রদান করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।
দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। যেখানে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে।
শনিবার দুপুর একটায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওসার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে এ নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে জমা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব