তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক সত্যিই জিনিয়াস। সরকার বাংলাদেশে ফেসবুক ব্লক করে রেখেছে, যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন- তাদের নজরদারির মধ্যে রাখা হচ্ছে। তাতে কি? পলক প্রতিমন্ত্রী এবং তাঁর ফেসবুকের জন্য প্রেমও আছে। সরকার ব্লক করে রেখেছে বলে তো তিনি আর ফেসবুক বন্ধ রাখতে পারেন না। তিনি তার ফেসবুক একাউন্টটি টুইটার একাউন্টের সাথে লিংক করে নিয়েছেন। ফলে তিনি টুইটারে যা পোস্ট করেন- তা ফেসবুকেও একই সাথে পোস্ট হয়।
কোনো কাজ ঘুরিয়ে ফিরিয়ে করা আর সোজা সাপ্টা করার মধ্যে তফাৎ আছে তো। তাই ফেসবুকে সরাসরিই তিনি দু একটা পোষ্ট দিয়ে ফেলেছেন। সরকারি ব্লকের মধ্যে প্রতিমন্ত্রী পলক এক আধটু ফেসবুক ব্যবহার করলে তাতে দোষ নেই। কায়দা করে টুইটারের সাথে লিংক করে ব্যবহার করলে তো আরো ছাফা।
সরকারি আইন বিধিনিষেধ এগুলো তো আম পাবলিকের জন্য।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব