আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনীত ২৩৬ মেয়র প্রাথীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে এ তালিকা জমা দেন।
পরে সাংবাদিকদের গোলাপ পরে বলেন, ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার তফসিল ছিল। সে অনুযায়ী আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।”
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় দল মনোনীত ব্যক্তিদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়ার বিধান রয়েছে। তবে দলীয় প্রার্থীদের তালিকা ইসিতে দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও আনুষ্ঠানিকভাবে তা জমা দিলেন আওয়ামী লীগ।
ইসির যুগ্মসচিব জেসমীন টুলী বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। কোনো দল ইসিতে এ তালিকা দিলে তা হবে কনফার্ম করার মত একটি বিষয়।”
প্রসঙ্গত, পৌর নির্বাচনে এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় এবং নির্দলীয়ভাবে কাউন্সিলর পদে ভোট হচ্ছে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা। ৪০টি নিবন্ধিত দলের অন্তত ২২টি দল পৌর নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ইসিকে জানিয়েছে।
আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন: https://drive.google.com/file/d/0B90DmIvjZZlQNEppVmpYaE5xR0E/view?pli=1
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব