পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক আদেশে একথা বলা হয়।
আদেশে বলা হয়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাচাঁ পাট রপ্তানি বন্ধ রাখা হল।”
এর আগে, গত ৩ নভেম্বর দেশের পাটকলগুলোর জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এক মাস কাঁচা পাট রফাতনি বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।
এদিকে, গত সোমবার থেকে পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে অভিযান চলছে। পাটের বস্তার শতভাগ ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব