আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা আগেই বলেছি, এবার নির্বাচন হচ্ছে দলীয়ভিত্তিতে। দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দেওয়া হচ্ছে প্রার্থীদের। এতে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। তাই এই নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুসারে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য সর্বোচ্চ শাস্তি বহিষ্কার করা হবে।’
তিনি আরও বলেন, আমরা মনে করি যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতাকর্মী তারা কেউই চাইবে না, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে। তাই আমরা এই কারণে মনে করি, এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।
হানিফ বলেন, ‘হয়তো কিছু জায়গায়, মনোনীত প্রার্থীর পাশপাশি অনেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এটা একটি কৌশলগত দিন। কারণ আমাদেরকে অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে প্রার্থী যাচাই-বাছাই করতে হয়েছে। সেক্ষেত্রে কোনো প্রার্থীর যদি নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়ে যায়, সেজন্য ওই জায়গাটা যাতে শূন্য না থাকে সেজন্য কৌশলগত কারণে দুই একটি জায়গায় বিকল্প প্রার্থী থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘এর মানে এই নয়, এরা বিদ্রোহী হিসেবে, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে। আমার বিশ্বাস, আমাদের নেতা-কর্মীরা সভানেত্রীর প্রতি অত্যন্ত অনুগত এবং দলের প্রতিও অনুগত। এ কারণে তারা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে চাইবে না।’
১৩ তারিখে প্রার্র্থিতা প্রত্যাহারের শেষ দিন উল্লেখ করে হানিফ বলেন, ‘সেই কারণে এখন যদি কোথাও দেখে থাকেন, তাহলে আপনারা (সাংবাদিক) নিশ্চিত থাকতে পারেন, ১৩ তারিখের পরে সারা দেশে যে কয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে একক প্রার্থী থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব