চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭২ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৩৮ লিটার চোলাই মদ ও ২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে জেলার জোড়ারগঞ্জ থেকে ৩০ ও ফটিকছড়ি থেকে ৮ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া চন্দনাইশ থেকে ১৯৮ পিস, সীতাকুণ্ড থেকে ২১ পিস ও হাটহাজারী থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নিয়মিত মামলায় ১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ