অচিরেই বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধন শেষে তিনি এ আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে, দেশকে অকার্যকর করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা জঙ্গিবাদের সৃষ্টি করছে তাদের দমনে পুলিশ বাহিনীই যথেষ্ট।
তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কোনো সংঘাত কিংবা সংঘর্ষের আশঙ্কা নেই।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মানুষের নিরাপত্তায় নৌ ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। উপকূলীয় এলাকার ঝুঁকি কমিয়ে আনতে ও জলসীমার অপরাধ দমনে কোস্টগার্ডের জন্য আধুনিক জাহাজ আনা হচ্ছে।
বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব