সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দিন দিন গণতন্ত্রের পরিধি সংঙ্কুচিত হচ্ছে। তাই প্রতিকূল পরিস্থিতিতে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
রবিবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী জোটের নেতাকর্মী অনেকে এখনও জেলে রয়েছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে ধর-পাকড় অভিযান অব্যাহত রাখা হয়েছে। অনেকের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। এত প্রতিকূল অবস্থার মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার কারণ হলো গণতন্ত্র পুনরুদ্ধার।
তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাজারও নেতাকর্মী এবং সমর্থক রয়েছে। গ্রেফতার করে সরকার লাভবান হতে পারবে না।
নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে অতীতেও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, এবারও করছে না। মুখে নিরপেক্ষতার কথা বললেও, নির্বাচনী বিধি মানছে না ইসি। একটি দলের হয়ে অনেক জায়গায় বিএনপির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে।
এরপর যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, মানুষ ভোট দিতে পারে তবে বিএনপি জয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব