সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির সঙ্গে বৈঠকে বসবে ফেসবুক প্রতিনিধিদল। বাংলাদেশ সফররত ফেসবুকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংয়ে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান এতে যোগ দেবেন।
জানা গেছে, রবিবার তিনটায় বৈঠকটি হবার কথা ছিল। কিন্তু সফরকারি দল তাদের সূচির কিছু পরিবর্তন করে চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন তারা।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ