পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংসদ সদস্যকে কারণ দর্শাতে নোটিস দিচ্ছে নির্বাচন কমিশন। তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য ইসিকে জানাতে হবে।
ওই তিন সাংসদ হলেন- বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে আসার পর তাদের নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইসি সচিব জানান, এসব অভিযোগে সোমবার আরও কয়েকজন সাংসদকে তারা নোটিস পাঠাবেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এর আগে বিকালে সাংবাদিকদের বলেন, যিনি আচরণ বিধি লঙ্ঘন করবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ''আপনারা আইন প্রণেতা, আপনারা আইন ভাঙবেন না। এমন কিছু করবেন না যাতে আমরা অপ্রস্তুত ও বিব্রতকর অবস্থায় পড়ি।''
ইসির সহকারী সচিব রাজীব আহসান বলেন, রবিবার রাতেই সংশ্লিষ্ট চিঠিগুলো পাঠিয়ে দেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হবে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ