খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।
প্রযোজ্য ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোনসহ সব রকম ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করা হয়েছে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি স্কুল ও একটি ইনস্টিটিউটের ২৬টি বিভাগে ১ হাজার ১১৮টি আসনের বিপরীতে ৩৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
ভারপ্রাপ্ত পরিচালক জানান, ভর্তিপরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে রোল নম্বর ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল নম্বর ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ ও ১২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ