২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেটে কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে ৯১-৯২ হাজার কোটি টাকা বাজেট হতো। এখন তা তিন লাখ পেরিয়ে। তাই আগামী বাজেটও ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার সমপর্যায়ের হবে।
উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ২৫১ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব