নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও চারজন।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুরিন্দাবাজার থেকে একটি ট্রাকে চাল উঠানোর সময় ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে দুবৃর্ত্তরা।
এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফ এ খবর নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন