আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে বলা হয়েছে, ''এবারই প্রথম মেয়র পদে রাজনৈতিক দলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।''
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বরাবর পাঠানো হয়।
এর আগে, ২৮ নভেম্বর নির্বাচনের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন ও সমুন্নত রাখতে রিটার্নিং অফিসারদের ছয়টি নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছিল, ''বিশেষ কোনো মহলের কোনো প্রকার প্রভাব বা হস্তক্ষেপ নির্বাচনের নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ন করতে না পারে তা আইনি বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করতে হবে। নির্বাচনের ন্যায় একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এমন কোনো কাজ করবেন না, যার দ্বারা তাদের উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের নিকট হেয় প্রতিপন্ন হতে হয় এবং তারা যে পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা সৃষ্টির নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করতে হবে।''
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ