মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী (৫৮) ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রবিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে আদালত এ মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।
এর আগে, গত ৯ ডিসেম্বর গপ্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওইদিন রাতেই সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, ‘আসামি এ কে এম ইউসুফ আলী মুক্তিযুদ্ধের সময় ছাত্র ছিলেন। ওই সময় তিনি আলবদর বাহিনীতে যোগ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালান।’
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১ এপ্রিল জামালপুর ও ময়মনসিংহ জেলার ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের এ মামলা দায়ের করা হয়। একই মামলায় ইউসুফ আলীর বড় ভাই এ বি এম ইউনুস আলীকেও (৬৫) একই রাতে জামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব